Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঈদ উপলক্ষে দুস্থদের জন্য আনা চাল নিয়ে মোংলায় ডুবল বাল্কহেড, চলছে উদ্ধার কাজ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

ঈদ উপলক্ষে দুস্থদের জন্য আনা চাল নিয়ে মোংলায় ডুবল বাল্কহেড, চলছে উদ্ধার কাজ 

ঈদ উপলক্ষে দুস্থদের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। গতকাল রোববার বিকেলে মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় একটি কার্গো লাইটার জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার সকাল থেকে মোংলার পশুর নদীতে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে চাল উত্তোলনের কাজ চলছে। সকাল থেকে চাল তোলার কাজ শুরু করে বাল্কহেড মালিক পক্ষ। সকালে ১০টি গ্রুপের প্রায় ৬০ জন ডুবুরি দিয়ে প্রাথমিকভাবে চাল উত্তোলন করা হচ্ছে।

উত্তোলন করা চাল ডুবন্ত বাল্কহেড থেকে কয়েকটি ট্রলারে রাখা হচ্ছে এবং পরে তা কূলে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাঈনুল ইসলাম মিন্টু।

মোংলা নৌ পুলিশের অফিস ইনচার্জ উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে গতকাল রোববার সকালে ৬ হাজার বস্তায় ১৭৫ মেট্রিকটন চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে।

এরপরে বাল্কহেডটি বিকেলে মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে পৌঁছালে পেছন থেকে আসা ‘এম ভি শাহজাদা-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ ‘এম ভি সাফিয়া’। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠে যান।

 এ ঘটনায় ‘এম ভি শাহজাদা-৬’ নামে লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ ক্যানেল থেকে রোববার রাতে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম।

২০৫০ হেক্টর জমি অনাবাদি

কুয়েট হল বন্ধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের অভিযোগে আদালতের কর্মচারীর ১০ বছরের কারাদণ্ড

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫