Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে চাচাকে জখমের অভিযোগে থানায় মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে চাচাকে জখমের অভিযোগে থানায় মামলা

খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে কুড়াল দিয়ে কুপিয়ে চাচাকে জখমের অভিযোগে শাকিব মোড়ল (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাঁর ভাই শাহিন মোড়লসহ (২৫) আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ শনিবার সকালে পাইকগাছা থানায় মামলাটি করেন চাচা মিজানুর রহমান মোড়ল। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়ায় এ ঘটনা ঘটে। তাঁরা ওই এলাকার বাসিন্দা।

এ নিয়ে মিজানুর রহমান মোড়ল জানান, গতকাল শুক্রবার রাতে আমার সঙ্গে ভাইপো শাকিব মোড়ল (২২), শাহিন মোড়ল (২৫), ও ভাই মজিদ মোড়লের কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজা শাকিব, শাহিনসহ কয়েক জন আমাকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, ‘উপজেলার পূর্ব গজালিয়ায় বাসিন্দা মিজানুর রহমান মোড়লের (৫৭) সঙ্গে ভাই আব্দুল মজিদ মোড়লের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজারা কুড়াল দিয়ে কুপিয়েছে এমন অভিযোগ করে থানায় মামলা করেছেন মিজানুর রহমান মোড়ল। আসামিরা পালাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ