Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দেশপ্রেম থেকে পতাকা ফেরি করেন উজ্জল  

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

দেশপ্রেম থেকে পতাকা ফেরি করেন উজ্জল  

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যবয়সী এক ব্যক্তি সাইকেলে ফেরি করে বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করছেন। এই পতাকার ফেরিওয়ালা উজ্জল উদ্দীন শেখ, দীর্ঘ ত্রিশ বছর ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ জেলার স্কুল, কলেজ ও বিভিন্ন অঞ্চলে পতাকা ফেরি করেন। পতাকা বিক্রি করেই চলে তাঁর সংসার। 

আজ রোববার সরেজমিনে দেখা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা জাতীয় পতাকা কিনছেন তাঁর কাছ থেকে। মাতৃভাষা দিবস উপলক্ষে কিনছেন বিভিন্ন দামের, বিভিন্ন আকারের পতাকা। 

তার সঙ্গে কথা বলে জানা যায়, দিনের কর্মচাঞ্চল্য শুরু হতেই বেড়িয়ে পড়েন পতাকা নিয়ে। বিশেষ করে স্কুল ও কলেজের পাশাপাশি গ্রামেও তাঁর নিয়মিত চলাচল। দেশের প্রতি ভালোবাসার টানে অনেকেই তাঁর কাছে জাতীয় পতাকা কিনে নেন। তাঁর ছোট্ট একটি চায়ের দোকান আছে। পতাকা বিক্রির সঙ্গে সকাল-সন্ধ্যায় সেখানে সময় দেন তিনি। 

তাঁর কাছে রয়েছে ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকা মূল্যের জাতীয় পতাকা। একদিকে পতাকা বিক্রির এই টাকা দিয়ে হয় সংসারের জোগান। সংসারে রয়েছে তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী। অন্যদিকে এই পতাকা বিক্রির মাধ্যমে তিনি কুড়িয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। 

 ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিনি প্রচুর পতাকা বিক্রি করেন। সেই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ইবি ক্যাম্পাসে এই প্রথম তাঁর আসা। 

পতাকার ফেরিওয়ালা উজ্জল উদ্দীন বলেন, ‘আমি সাধারণ পরিবারে বেড়ে ওঠা মানুষ। দেশ প্রেম থেকেই আমি পতাকা ফেরি করি। এতে আমি শান্তি পাই, আমার রুটিরুজিও হয়।’ 
 
উজ্জল উদ্দীন আক্ষেপ করে বলেন, ‘পতাকা বিক্রি আর চায়ের দোকান দিয়েই চলে সংসার। কখনো আমি সরকারের কাছে সহযোগিতা পাইনি। টানাপোড়েনের এ সংসারে সরকারের সামান্য সহায়তা পেলেও আমার জন্য অনেক উপকার হতো।’ 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর