মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে মো. রুবেল হোসেন (৩২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে একটি ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল হোসেন গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের মো. জেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, নিত্যানন্দনপুর গ্রামের পন্ডিল মন্ডলের ছেলে ন্যাড়া মন্ডলের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন রুবেল। এ সময় কম্পন (ভাইব্রেটর) মেশিনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাঁকে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।