হোম > সারা দেশ > খুলনা

মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালালেন স্বামী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

স্বামীর সঙ্গে দ্বন্দ্বে গলায় দড়ি দিয়ে মারা গেল স্ত্রী পারভিনা আক্তার সাথী (২৫)। মৃত স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখে পালালেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের বলুহর গ্রামে। 

মৃতের সহকর্মী রুশিয়া খাতুন বলেন, অনেক দিন আগে তাদের বিয়ে হয়েছে। তারা বেনেপাড়ার লুৎফর মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। পারভিনার আগের সংসারে দুইটি সন্তান থাকলেও এ সংসারে কোনো সন্তান নাই। 

রুশি বলেন, প্রায় সময় তাদের মধ্যে বিবাদ লেগেই থাকতো। গলায় দড়ি দেওয়ার পর তাঁর স্বামী আশরাফুল হাসপাতালে নিয়ে আসেন। এরপর তিনি মারা যাবার খবর পেয়ে পালিয়ে গেছেন। আশরাফুল ইসলাম কোটচাঁদপুরের বলুহর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে। 

অন্যদিকে আশরাফুল ইসলাম ছিলেন পারভিনার দ্বিতীয় স্বামী। এ সংসারে কোনো সন্তান না হলেও আগের সংসারে দুটি সন্তান আছে তার। 
পারভিনা কোটচাঁদপুর নার্সিং হোমে আয়ার চাকরি করতেন। সে চুয়াডাঙ্গা জেলার পঞ্চ বটতলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবযানী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ভ্যানে করে কয়েক জন তাকে নিয়ে আসেন। এরপর মারা যাওয়ার খবর শুনে সবাই পালিয়েছে। আমরা আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারভিনা আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার