হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার টানা দুইবারের মেয়র ও পৌর বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২৪ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে সদর থানায় একটি জিআর মামলা (৯৬২ / ২২) দায়ের করা হয়। গত ২৪ জানুয়ারি মেয়র চিশতীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর।’

বিষয়টি অবগত হয়ে নীতিমালা অনুযায়ী তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

আদালতে তাঁর জামিন আবেদনে আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেও মামলা থেকে রেহাই পাননি তিনি।’ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় মামলার জামিন শুনানি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। 
 

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার