Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা পৌরসভার টানা দুইবারের মেয়র ও পৌর বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২৪ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে সদর থানায় একটি জিআর মামলা (৯৬২ / ২২) দায়ের করা হয়। গত ২৪ জানুয়ারি মেয়র চিশতীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর।’

কাজী ফিরোজ হাসানবিষয়টি অবগত হয়ে নীতিমালা অনুযায়ী তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

আদালতে তাঁর জামিন আবেদনে আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেও মামলা থেকে রেহাই পাননি তিনি।’ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় মামলার জামিন শুনানি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। 
 

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট