দীর্ঘ ২২ দিনের অবরোধ শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ মাছ শিকারে সমুদ্রে ছুটবেন জেলেরা। ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ।
আজ সোমবার দুপুরে শরণখোলার রায়েন্দা রাজৈর মৎস্য ঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফিশিংবোটে বরফ জাল, রসদসামগ্রী বোঝাই করছেন।
মৎস্য আড়তদার ও ফিশিংবোট মালিক কবির হোসেন জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আজ ২৫ অক্টোবর মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে যাবেন।
শরণখোলা অঞ্চলের তিন শতাধিক ফিশিংবোটের অনেক বোট এখনো ডকইয়ার্ডে রয়েছে, তা ছাড়া বরফ সংকটের কারণে অধিকাংশ বোট আজকে যেতে পারবে না বলে জানান কবির হোসেন।