Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকায় এ ঘটনা। 

নিহত কিশোর মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকার বারু মালিথার ছেলে আসলাম হোসেন (১৫)। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। 

লাশ উদ্ধারের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘কিশোরের লাশ সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করব। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০-১২ জন কিশোর পদ্মায় গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সবাই উঠে এলেও আসলামকে না পেয়ে অন্য কিশোরেরা আসলামের বাবাকে খবর দেয়। 

স্থানীয়রা খোঁজাখুঁজি করে আসলামের সন্ধান না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য মনোয়ারা খাতুন।

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল