Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

খুবি প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদী চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহসভাপতি তরুণ কান্তি বোসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী, অধ্যাপক ড. মো. রায়হান আলী, অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ, সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর ও সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বর্বরোচিত এই হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ