প্রতিনিধি, সাতক্ষীরা
শ্রমিকদের কর্মবিরতির ফলে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির ডাক দেয় সাধারণ শ্রমিকরা।
শ্রমিক নেতা শরিফুল ইসলাম জানান, নির্বাচনের মাধ্যমে কমিটি দেওয়া না হলে ভোমরা স্থলবন্দর অচল থাকবে।
নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন।
ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ইউনিয়নের অন্তর্ভূক্ত প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন।