Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় খাদ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, ওএমএস ডিলারের প্রতিষ্ঠান সিলগালা

খুলনা প্রতিনিধি

খুলনায় খাদ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, ওএমএস ডিলারের প্রতিষ্ঠান সিলগালা

খুলনা মহানগর খাদ্য পরিদর্শক নাজমুল হাসানকে (তত্ত্বাবধায়ক পদে দায়িত্বরত) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পরে ওই ডিলারের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সিলগালা খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বানরগাতীর ডলফিন মোড়ে এ ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত ডিলারের নাম মুন্সী আইয়ুব আলী। তিনি মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স প্যারাডাইস অ্যান্ড কোম্পানি। 

এ বিষয়ে খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রক তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ মানুষ ওএমএস আটা পাচ্ছেন না, এমন অভিযোগের ভিত্তিতে খাদ্য পরিদর্শক নাজমুল হাসান দুপুরে মুন্সী আইয়ুব আলীর প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে তাঁকে গ্রাহকদের আটা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মুন্সী আইয়ুব আলী আটা না দিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করেন।’ 

তাজুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। ইতিমধ্যে তাঁর প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এর আগেও আইয়ুব আলীর বিরুদ্ধে খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলামের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখনো অভিযোগ পাওয়া যায়নি, মামলাও হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 
 
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ডিলার মুন্সী আইয়ুব আলী বলেন, ‘খাদ্য পরিদর্শক নাজমুল হাসান আমার প্রতিষ্ঠানের সামনে এসে চিৎকার করছিলেন। তাঁকে ভালোভাবেই পাশে চেয়ারে বসতে বলা হয়েছিল। এখন এ বিষয়ে খাদ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা নিলে, আমার কিছু করার নাই।’

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

‘মেয়ের শ্বশুরবাড়ির ছাওয়ালগুলোর চরিত্র ভালো না, আমরা জানতাম না’

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই