বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে মামুন শেখ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামের বারকুড়ো বিলে এ ঘটনা ঘটে।
মামুন শেখ হলেন বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামের মনির শেখের ছেলে।
বজ্রপাতে যুবকের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
স্থানীরা জানান, মামুন শেখ গরু চরানোর জন্য গতকাল বৃহস্পতিবার খারাবাদ গ্রামের বারকুড়ো বিলে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুনের এক খালাতো ভাই ঘটনাস্থলের কাছাকাছি থাকায় পরিবারের লোকজনকে সংবাদ দেন। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।