হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে একে একে ২ ভাই নিহত

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসায় মাছের ঘেরে সংযোগ দেওয়া তারে বিদ্যুতায়িত হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)। 

নিহতদের পরিবার ও স্থানীয়রা বলছে, সোমবার সন্ধ্যায় ইকবাল হোসেন তাঁর মাছের ঘের থেকে কাজ করে ফিরছিলেন। এ সময় জের আলীর মোল্লার ঘেরে বিদ্যুতের তারা জড়িয়ে বিদ্যুতায়িত হন। 

এ দিকে ইকবাল বাড়িতে ফিরে না আসায় বড় ভাই মোদাচ্ছের শেখ ও তাঁর স্ত্রী রুমা বেগম খুঁজতে বের হন। ঘটনাস্থলে গিয়ে বড় ভাই মোদাচ্ছের শেখও বিদ্যুতায়িত হন। এ সময় তাঁর চিৎকারে স্ত্রী রুমা বেগম দৌড়ে গিয়ে বিদ্যুতের মূল সংযোগ বন্ধ করে দেন। 

এ সময় এলাকাবাসী ছুটে গিয়ে তাদের দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, অবৈধভাবে বিদ্যুৎ ঘেরে সংযোগ দেওয়া জের আলীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন