পাইকগাছায় মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাপায় সামিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ইসলাম গাজীর ছেলে। চালক ইজিবাইকটি রেখে পালিয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নানা সোরাফ গাজী জানায়, দুপুরে সামিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামিনকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে গেলে বাইকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
এ সময় চালক গাড়িটি রেখে পালিয়ে যান। এলাকাবাসী ছেলেটিকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে আনার পথে সে মারা যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।