হোম > সারা দেশ > খুলনা

ঘেরে দিনমজুরের মরদেহ: হত্যা মামলায় গ্রেপ্তার ১ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় দিনমজুর মো. সিদ্দিক হাওলাদারের (৪৪) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদশা হাওলাদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে শরণখোলা থানায় এ মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলায় মোট তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম সুভাষ মৃধা (৪৭)। তিনি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা তিনি। 
 
নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মামলার ১ ও ২ নম্বর আসামির নাম প্রকাশ করা হয়নি। তাঁদের সঙ্গে চলাফেরা করতেন সিদ্দিক হাওলাদার। ৩০ সেপ্টেম্বর তাঁদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের পাশে ৩ নম্বর আসামির ঘের রয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামির সঙ্গে তাঁরও যোগাযোগ রয়েছে। 

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিনমজুর মো. সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার সকালে পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন