মেহেরপুরের গাংনীতে প্রাথমিক স্কুলের নবনির্মিত ভবন, রাস্তা ও কৃষক ছাউনিসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়ীয়ায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মাস্টার, তেঁতুলবাড়ীয়া ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কৃষক ছাউনি, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন, সেতু, কালভার্ট ও রাস্তা নির্মাণ করা হচ্ছে।’