Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মসজিদ চত্বরে পানি ছিটানোর সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

মসজিদ চত্বরে পানি ছিটানোর সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় মসজিদ চত্বরে পানি ছিটাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সকালের দিকে সদর উপজেলার বারখাদা হঠাৎপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বারখাদা মৌজায় অবস্থিত মালিকানা জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। সম্প্রতি জমির মালিক সেখানকার একটি পুকুর বালি দিয়ে ভরাট করেন। কয়েক দিন আগে অবৈধ দখলদাররা ওই ভরাটকৃত জমিতে রাতারাতি পাটকাঠির বেড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। 

শুক্রবার সকালের দিকে জুম্মার নামাজ আদায়ের আগে মসজিদে নিচে বালু ভেজানোর জন্য পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর থেকে মোটরের সাহায্যে পানি তোলার সময় রমজান আলী বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একটি পুকুর ছিল। জমির মালিক বালি দিয়ে পুকুর ভরাট করে বাড়ি করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু স্থানীয়রা তাতে বাধা দিয়ে রাতারাতি একটি মসজিদ গড়ে তোলেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ