হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মরাভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি মরাভদ্রার অভয়াশ্রম, শ্মশানঘাট ও বানিয়াখালী বাজার সংলগ্ন নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন। শুধু তাই নয়, ডুমুরিয়া-বারোআড়িয়া পাকা সড়কে ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এভাবে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে ভুলবাড়িয়া গ্রাম এলাকার ডাকাতিয়া বিলে দেড় বিঘা খালসহ নিজের সাত বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন।

এ বিষয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এইচএম উবাইদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নদী থেকে বালু তুলছেন।'

একই ইউনিয়নের সমাজসেবক হাফেজ ওহিদুজ্জামান জানান, নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এতে নদীর দু'পাড়ে ধস নামতে শুরু করবে। ভাঙনের কবলে পড়বে নদীসংলগ্ন গ্রাম, কৃষিজমি, গাছপালা, দোকানপাট।

এ বিষয়ে জানতে চাইলে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, 'নদী থেকে বালু ওঠানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পাকা সড়কের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।'     

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল