Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাসি মাংস বিক্রির অভিযোগ ছাত্রলীগ নেতার, দোকান বন্ধ করল ইবি প্রশাসন 

ইবি প্রতিনিধি

বাসি মাংস বিক্রির অভিযোগ ছাত্রলীগ নেতার, দোকান বন্ধ করল ইবি প্রশাসন 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড়ে একটি খাবারের দোকানে বাসি মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দোকানটি বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এ সময় সহকারী প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, মো. ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ‘ঢাকা বিরিয়ানি হাউস’ নামে ওই দোকানে খাবার খেতে যান। তিনি মোরগ পোলাও অর্ডার করে খেতে গিয়ে সন্দেহ হয় মাংস বাসি। বিষয়টি দোকানদার মালিককে জানালে বাবুর্চি ভুল করে দিয়েছেন বলে তিনি বিষয়টি শিকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাস অভ্যন্তরে একটা রেস্তোরাঁ এভাবে পচা খাবার বিক্রি করছে এটা কখনো মানা যায় না। এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ঠকানো হচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এ ঘটনার বিচার চাচ্ছি।’

এ বিষয়ে দোকান কর্তৃপক্ষ বলেন, ‘খাবারটি আমাদের বাবুর্চি ভুলক্রমে নতুন খাবারের সঙ্গে একত্রিত করে ফেলেছে। আমরা ভুল শিকার করে নিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এটা নিশ্চিত করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল