খুলনা মেট্রোপলিটন পুলিশের পরিচ্ছন্নতাকর্মীর ঘুষিতে বাবুল সরদার নামে (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, নগরীর গগন বাবু রোড দিয়ে পরিচ্ছন্নতাকর্মী সাইফুল ইসলাম ও বাবুল সরদার (৫৫) চলাচল করার সময়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সেটি মারামারিতে পৌঁছায়। এ সময়ে সাইফুল ইসলাম বাবুল সরদারকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি হাসান আল মামুন আরও জানান, এ ঘটনায় জেলা পুলিশের পরিচ্ছন্নতা কর্মী সাইফুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।