হোম > সারা দেশ > খুলনা

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মুনতাজ হোসেন ওরফে মোনাজাত (৩২) দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

শনিবার দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

নিহতের ভাই ইন্তাজুল আলী বলেন, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশি। রাত ১টার দিকে গুলিবর্ষণের শব্দ হয়। খবর নিয়ে জানতে পারি, আমার ভাই মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর মরদেহ সকালে বিএসএফ নিয়ে গেছে।'

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম বলেন, রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের ওপার থেকে ৭-৮টি গুলি বর্ষণ করেন ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, `ঘটনাটি শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মরদেহ এখনো ভারতে রয়েছে।'

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুতফুল কবির বলেন, `আমরা ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।'

 

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

গদখালীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

লাভজনক হওয়ায় ঝিনাইদহে বেড়েছে ভুট্টা চাষ

গাঁদা ফুল চাষে বিপাকে কৃষকেরা, জমির পাশেই পড়ে নষ্ট হচ্ছে

যশোরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১০

ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ইবিতে জুলাইবিরোধী শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

ইবিতে আ.লীগ সরকারের সময় নিয়োগে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি