Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর, সেক্রেটারি আমিরুল

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর, সেক্রেটারি আমিরুল
সাগর আহমেদ ও আমিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ নির্বাচন হয়।

নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ গত সেশনে জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে। সাগর আহমেদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম গত সেশনে জেলা কমিটির অফিস সম্পাদক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে।

জেলা ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি মহসিন এমদাদ জামেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. সালাউদ্দিন। অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা।

নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ বলেন, ‘এই দায়িত্বের জন্য মহান আল্লাহ আমাদের মনোনীত করেছেন। আমরা যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করি।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিনের মধ্যে উপজেলা, পৌর, থানাসহ সাংগঠনিক বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। তারপর এক সপ্তাহের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, ইনশা আল্লাহ।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা