ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যশোরের কেশবপুরে ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন দলটির ভক্ত-সমর্থকেরা। আজ শুক্রবার বিকেলে এ উপজেলার জাহানপুর গ্রামের স্থানীয় যুবকেরা স্থানীয় বাজারসংলগ্ন সড়কে এই পতাকা প্রদর্শন করেন।
পতাকাটি প্রদর্শনের সময় ব্রাজিলের সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের নয়ন দাস, সনজিৎ দাস, মোহন দাস, রিপন দাস, বিজয় দাস, সনাতন দাস, কিশোরী দাসসহ স্থানীয় অসংখ্য সমর্থক দলটিকে ভালোবেসে ৩৫০ হাত লম্বা এই পতাকা তৈরি করেছেন।
ব্রাজিলের সমর্থক নয়ন দাস (২২) বলেন, ‘ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি করা হয়েছে।’
কিশোরী দাস (৪৮) বলেন, ‘ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল দলের ভক্ত। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’