খুলনা প্রতিনিধি
রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা হয়েছে। সভায় বাজার স্থিতিশীল রাখাসহ ৯টি সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার দুপুরে কেএমপি ভবনে এ সভা হয়। এতে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখাসহ মূল্যনিয়ন্ত্রণ, অবৈধ মজুমদার ও কালোবাজারি বন্ধ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সভায় ৯টি বিষয়ে পুলিশ ও ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছান। সেগুলো হলো দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, পরিবহন খাতে (পণ্য ও যাত্রীবাহী) এবং আড়তে চাঁদাবাজি বন্ধ করা, ভেজাল পণ্য সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকা, নিত্যপণ্য অবৈধভাবে মজুত না করা, বাজার অস্থির ও সিন্ডিকেট না করা এবং প্রতিটি দোকানে পণ্যের সরকারনির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এ ছাড়া ছিলেন পুলিশ, র্যাব, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।