Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভারতে পাচারের সময় ৩০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ 

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় ৩০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ 

যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আশিকুর নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। আজ শনিবার সকালে শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের চালানটি জব্দ করেন।

গ্রেপ্তারকৃত আশিকুর শার্শার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, যশোরের শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার করা হবে। সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন এক চোরাকারবারি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। এ ঘটনায় আশিকুরের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ২১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে আটবার অভিযান চালিয়ে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১২ কোটি ২৬ লাখ টাকা।

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা