হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে সুপারি চুরির প্রতিবাদ করায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে এসে আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের ছেলে শামিম বলেন, বাবার চাচাতো ভাই শাহাদাত চাচার পানিতে ভিজিয়ে রাখা এক বস্তা সুপারি চুরি করে আরেক চাচা ইসরাফিলের ছেলে রইজ। এ নিয়ে সকালে ফজরের নামাজ শেষে বাড়ির সামনে রাস্তার ওপরে রইজের বাবা ইসরাইল সরদারের সঙ্গে চুরির বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হয় বাবার। একপর্যায়ে রইজ সরদার দৌড়ে এসে আমার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। ঠেকাতে এলে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুজনকে পিটিয়ে আহত করে রইজ সরদার ও তার বাবা ইসরাফিল সরদার। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। 

মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে জামিল সরদারের ওপর। এ সময় ছুরি দিয়ে রইজ সরদার জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে  আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের ৩টি টিম অভিযান পরিচালনা করছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন