বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে এসে আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ছেলে শামিম বলেন, বাবার চাচাতো ভাই শাহাদাত চাচার পানিতে ভিজিয়ে রাখা এক বস্তা সুপারি চুরি করে আরেক চাচা ইসরাফিলের ছেলে রইজ। এ নিয়ে সকালে ফজরের নামাজ শেষে বাড়ির সামনে রাস্তার ওপরে রইজের বাবা ইসরাইল সরদারের সঙ্গে চুরির বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হয় বাবার। একপর্যায়ে রইজ সরদার দৌড়ে এসে আমার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। ঠেকাতে এলে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুজনকে পিটিয়ে আহত করে রইজ সরদার ও তার বাবা ইসরাফিল সরদার। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে জামিল সরদারের ওপর। এ সময় ছুরি দিয়ে রইজ সরদার জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের ৩টি টিম অভিযান পরিচালনা করছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।