খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র পাঁচ টাকায় নিত্যপণ্য বিক্রি করছে স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশ (ওয়াব)।
গতকাল শনিবার নগরীর আলিয়া মাদ্রাসার সামনে মাত্র পাঁচ টাকার বিনিময়ে তিন কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি চিড়া, এক কেজি চিনি, আধা কেজি খেজুর, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ ও আধা কেজি ভোজ্যতেল বিতরণ করা হয়।
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। মোজাম্মেল হক বলেন, ‘স্বেচ্ছাসেবী এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী কনস্টেবল এস এম আকবর। পুলিশের চাকরির পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটি তিনি করে দেখিয়েছেন।’