হোম > সারা দেশ > খুলনা

পরিত্যক্ত ভিটায় মিলল নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ

খুলনা ও বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা থেকে নিখোঁজ এক ব্যক্তি (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাওঘরা চরডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুর শেখ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে। 

স্বজনদের বরাতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশের নিজ ঘেরের জমিতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরদিন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সকালে গাওঘরা গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, মরদেহে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার