Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কলকাতা থেকে হেঁটে ৪ নারী যশোরে

যশোর প্রতিনিধি

কলকাতা থেকে হেঁটে ৪ নারী যশোরে

মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে কলকাতা থেকে হেঁটে যশোরে এসেছেন চার নারী। গতকাল বৃহস্পতিবার ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শিরোনামে ব্যানার ও ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বেলেঘাটার গান্ধী ভবন থেকে এ পদযাত্রা শুরু হয়। রাতে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে পৌঁছেন তাঁরা।

দলের সদস্যরা হলেন দলনেতা ডা. আরজুমন্দ জায়েদি, সদস্য কাশিশ খানম, আনুশকা ও পার্নোমিতা ডাঙ্গওয়াল। তাঁদের সঙ্গে নোয়াখালীর গান্ধী আশ্রমের দুজন প্রতিনিধিও রয়েছেন।

আজ শুক্রবার যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা হয় পদযাত্রা দলের নেতা ডা. আরজুমন্দ জায়েদির সঙ্গে। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা গোটা বিশ্বকেই উজ্জীবিত করে। তাঁর শান্তির বাণী আজ সারা বিশ্বেই আদৃত। আমাদের এই পদযাত্রার উদ্যোগ শান্তির জন্যই। এর উদ্দেশ্য, গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। আগামীতে বিশ্বের অন্য দেশেও এই শান্তি যাত্রার পরিকল্পনা আছে।’

তাঁদের সঙ্গে থাকা নোয়াখালীর গান্ধী আশ্রমের শান্তিকর্মী খাইরুজ্জামান খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রিটিশ শাসনামলের শেষের দিকে ভারতবর্ষের বিভিন্ন স্থানের মতো নোয়াখালীতেও হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে নোয়াখালী ছুটে আসেন মহাত্মা গান্ধী।’ 

খাইরুজ্জামান আরও বলেন, ‘১৯৪৬ সালের ৭ নভেম্বর থেকে ১৯৪৭ সালের ২ মার্চ পর্যন্ত নোয়াখালী অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব স্থাপনসহ সেবামূলক বিভিন্ন কাজে হাত দেন। মহাত্মা গান্ধী আমৃত্যু মানুষের মধ্যে শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন। মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে এই আয়োজন।’ 

জানা গেছে, ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) সহযোগিতায় গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শীর্ষক এই পদযাত্রা শুরু হয় কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে। চার সদস্যের দলটি গতকাল রাতে বেনাপোল হয়ে যশোর শহরে পৌঁছে। আজ যশোর সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে দলটি নড়াইলের উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর লোহাগড়া-ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌঁছাবে। ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে স্থানীয় সুধী সমাবেশের মাধ্যমে এ যাত্রা শেষ হবে।

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের