আদ-দ্বীন মেডিকেল কলেজের ছয়তলা থেকে পড়ে পান্না জমাদ্দার (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
এলাকা সূত্রে জানা যায়, নিহত পান্না জমাদ্দার পিরোজপুরের জিয়ানগরের কলারোয়া গ্রামের শামসুল হক জোয়ারদারের ছেলে। তিনি যশোর শহরতলির মণ্ডলগাতী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
এ বিষয়ে আদ-দ্বীন মেডিকেল কলেজের ড্রাইভার জাহাঙ্গীর হোসেন বলেন, 'পান্না জমাদ্দার আদ-দ্বীন মেডিকেল কলেজের ছয়তলায় কাজ করছিলেন। একসময় তিনি অসাবধানতাবশত পড়ে যান। সঙ্গে সঙ্গেই আমরা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাই।'
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রসিদ বলেন, 'নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত বড় ধরনের অভ্যন্তরীণ ইনজুরির কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।'
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন। এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'