Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঘূর্ণিঝড় ইয়াসে মোংলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসে মোংলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

মোংলা: ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে মোংলায় ঘরবাড়ি, চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে ক্ষতি হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। আজও মোংলার উপকূলে জোয়ারের পানি বেড়েছে। জোয়ার পানিতে আজও তলিয়েছে মোংলার কানাইনগর, চিলা, জয়মনি, বিদ্যারবাহন, শেলাবুনিয়াসহ ১০ থেকে ১২টি গ্রামে। 

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ক্ষতি পরিমাণ নিশ্চিত করে জানান, নতুন করে আরও ১০ থেকে ১২ গ্রাম প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। তিনি জানান, জলোচ্ছ্বাসে এ এলাকার ৫৫০টি ঘর, ১০৯০টি চিংড়ি ঘের, ২৫০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে পানিবন্দী হয়েছেন ৩ হাজার মানুষ। 

এদিকে জলোচ্ছ্বাসে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ৬২ লাখ ৪৫ হাজার টাকার। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ বিভাগে ২০ জেটি, ১১টি নৌযান,৬টি অফিস,৭টি ব্যারাক, ২৪টি রাস্তা, ১১টি পুকুর,২টি ফুট ট্রেইলার,১টি ওয়াচ টাওয়ার,২টি গোলাঘর, ১১টি কুমিরের প্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জানিয়ে বেলায়েত বলেন, বনে ৪টি হরিণের মরদেহ পাওয়া গেছে, জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২টি হরিণ। 

এ বিভাগের দুই রেঞ্জ কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নির্ণয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পরিপূর্ণ রিপোর্ট দেওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ