ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় দেড় যুগের আইনি লড়াই শেষে নিজের এক একর সম্পত্তি বুঝে পেলেন খন্দকার ঈমান আলী নামে এক স্কুলশিক্ষক। আজ সোমবার সদর ইউনিয়নের প্রসেস সার্ভেয়ার লিটু ফকির ঢাক–ঢোল পিটিয়ে সীমানা নির্ধারণ ও লাল পতাকা টাঙ্গিয়ে দখল বুঝিয়ে দেন।
সম্পত্তি বুঝে পেয়ে খন্দকার ঈমান আলী জানান, স্থানীয় ভূমি দস্যু সৈয়দ মোস্তফা কামাল আরজি ডুমুরিয়া মৌজার এসএ ১৩৫ খতিয়ানে ৩২৯ ও ৩২৬ দাগের এক একর জমি ভুয়া তথ্য–উপাত্ত দিয়ে করে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে জবর দখল করে আছে। উপায়ান্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তার পক্ষে রায় দিলেও বারবার আপিল করে তাকে হয়রানি করেন ওই ভূমিদস্যু।
তিনি আরও বলেন, অবশেষে মহামান্য হাইকোর্টের রায় হাতে পেয়ে দখল বুঝে পেতে তেরখাদা সহকারী জজ আদালত খুলনার দ্বারস্থ হন তিনি। আদালত তার দাখিল করা আপিল রায়ে সন্তোষ প্রকাশ করে দখল বুঝে দিতে নির্দেশ দেন। রায় মোতাবেক আজ (সোমবার) সকালে কর্তৃপক্ষ সরেজমিন উপস্থিত থেকে দখল বুঝে দেওয়া হয়েছে। দেশে আইন আছে এমনটি উল্লেখ করে সুবিচার পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।