মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাওট কলেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিসাকুণ্ডি থেকে ছেড়ে আসা একটি আলগামনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বাওট কলেজপাড়া নামক স্থানে। এ সময় আলগামনের ড্রাইভার রবিউল ইসলাম ও মোটরসাইকেলের আরোহীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কুষ্টিয়ায় যাওয়ার পথেই মারা যান আলগামনের ড্রাইভার রবিউল ইসলাম। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাওট গ্রামের শফিরুল ইসলামের ছেলে সাইফ হোসেন (১৮), জমির উদ্দিনের ছেলে অন্তর আলী (১৮) ও রিয়াজুল ইসলামের ছেলে জুনাইদ হোসেন (১৮)।
কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ আব্দুল মজিদ জানান, বাওট গ্রামে সড়ক দুর্ঘটনার খবর শুনে দ্রুতই কুমারীডাঙ্গা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আলগামন ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।