হোম > সারা দেশ > খুলনা

জশন-এ-খাজায় মাতল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

খুবি প্রতিনিধি

জশন-এ-খাজায় মাতল খুবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলে দুই দিনব্যাপী ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার হলের ছাত্রদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হলসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার কাওয়ালি সন্ধ্যায় ছিল কাসিদা ব্যান্ডের পরিবেশনা।

আজ শুক্রবার সকালে রং উৎসব, দুপুরে প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জনপ্রিয় সব গান পরিবেশন করেন ‘বে অব বেঙ্গল’, ‘ইন্ডালো’ এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের শিল্পীরা।

রাত ৮টায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবকিছু নতুনভাবে হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলভিত্তিক এসব আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রশংসিত হচ্ছে।’

জশন-এ-খাজায় মাতল খুবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

উপাচার্য আরও বলেন, ‘অতীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনুষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত রাখতে হবে। এ ধরনের অনুষ্ঠানের সুযোগ নিয়ে কেউ যাতে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত হতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খানজাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. খসরুল আলম ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় হলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন