Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৮০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৮০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালসহ ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে খুলনা সদন থানার উপপরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, জেলা সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক হোসেনসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনকে আসামি করা হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের অভিযোগ, গত শনিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ সেখানে যাওয়ার সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির ১২ নেতা-কর্মী আহত হয়। 

তবে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মামুন বলেন, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই সড়কে অবস্থান কর্মসূচির আয়োজন করে। তাদের বাধা দেওয়া হলে তারা পুলিশের ওপর হামলা চালায়। 

মামলার বাদী খুলনা সদর থানার এসআই অজিত কুমার বলেন, মামলায় আজ রোববার পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গতকাল শনিবার বিকেলে মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির ১২ নেতা-কর্মী আহত হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ