হোম > সারা দেশ > খুলনা

সমন্বয়ক পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ভীতি প্রদর্শন, আটক ২

প্রতিনিধি, খুলনা সদর (খুলনা)

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আজ শনিবার নগরীর ফারাজীপাড়া এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম রিয়াজ (২৪) ও প্রান্ত (২৩)।

স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ৩ /৪টি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক ৫০ / ৫১ নম্বর ফারাজীপাড়া এলাকার ‘মোংলা ওয়াটার ট্রান্সপোর্ট’ অফিসে আসেন। এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকেন। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন।

তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে অফিসের কর্মচারীরা তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে থেকে সেনাবাহিনীর চারটি গাড়ি এসে ঘটনাস্থল থেকে দুই যুবককে ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোম্পানির এমডি আবদুল গফ্ফার আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে কয়েকজন যুবক নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজতে ছিল। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। আশপাশের দোকানদাররা এগিয়ে এসে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভড়কে যায়। পরে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যায়।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার