Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বিষ খাইয়ে সন্তান হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিষ খাইয়ে সন্তান হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

কুষ্টিয়ার খোকসায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পাঁচ বছরের শিশুসন্তান হত্যার দায়ে সৎমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনূপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা এবং খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে দুই সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যান খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের হাসেন প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিকের। এরপর কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা নাছিমা বেগমকে বিয়ে করেন তিনি। 

দ্বিতীয় বিয়ের পর আগের পক্ষের শ্বশুর দুরুদ আলী বাদশার দুই সন্তান শাহীন (৫) ও রায়হানকে (৭) লালনপালনের জন্য নিয়ে যান। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়ি দিয়ে যান তাঁর শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন বাদশার ছোট ছেলে শাহীনকে দুপুরের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন নাছিমা বেগম। 

এ সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর শাহীনের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন বাদশা প্রামাণিক বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাছিমা তাকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। 

২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহীনের সৎমা নাছিমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর