হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পিস্তল–ম্যাগজিনসহ ২ জন আটক

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল–ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার উপজেলার খেজুরতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক আসিফ মাহমুদ (২৯) ও তার সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। 

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে মুসফিক উস সালেহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তারা জানতে পারেন, রূপসার খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ একটি দল সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কোস্ট গার্ড সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে আসিফ মাহমুদ ও তার সহযোগী শেখ মাহমুদ হাসান নামে দুজনকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি নাইন এমএম পিস্তল এবং দুটি ফাঁকা ম্যাগজিন জব্দ করা হয়। 

পরে তাদের তথ্যের ভিত্তিতে রূপসা থানা-পুলিশের সঙ্গে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও দুটি ওয়ান শুটার গান, তিনটি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুজনকে অস্ত্রসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন