ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে এলাকার লোকজন তাঁকে ঘটনাস্থলে বসে থাকতে দেখেছিল। ওই ব্যক্তি ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার এস এম তৌহিদুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবে।’