শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার আড়পাড়া-শালিখা সড়কের আড়পাড়া বাজারের দাউদ মুনশির রাইচ মিলের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আড়পাড়া বাজারের দাঁতের চিকিৎসক সাহাবুর রহমান (৪০) ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৫) মোটরসাইকেলযোগে বাজার থেকে গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদ মুনশির রাইচ মিলের সামনে পৌঁছালে ওষুধের কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে বালুভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত শাহাবুর শালিখা উপজেলার ঝুনারী গ্রামের নুরমহম্মদ মোল্লার ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের শামিমুর রহমান মোল্লার ছেলে। ঘাতক ট্রাকসহ চালক হানিফ মোল্লাকে ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালাতক রয়েছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে পৌঁছাই এবং দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করি। ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করি। এ ছাড়া ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।