স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যশোরের কেশবপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন শেখ (৪০) ওই গ্রামের বাসিন্দা, পেশায় আলমসাধুর চালক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার লিটন শেখ উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের একটি মাছের ঘের এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ওই স্কুলছাত্রী ঘাস কাটতে গেলে তাকে জোরপূর্বক পাশের পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়।
এ বিষয়ে ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাতে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে লিটন শেখকে গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় বলেন, গ্রেপ্তার লিটন শেখকে ধর্ষণচেষ্টার মামলায় শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ জবানবন্দি গ্রহণের জন্য যশোরে পাঠানো হয়েছে।