খুলনার পাইকগাছায় দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে অতুল দাশ (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে সরল দিঘি থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পৌর বাজারের কাঁচামাল নামানোর কাজ করতেন।
মৃতের ছেলে প্রভাত দাশ বলেন, ‘আজ সকালে বাবা সরল দিঘিতে গোসল করতে নামে। বাবা বাড়ি না ফেরায় আমরা খুঁজতে আসি। পুকুরঘাটে তাঁর কাপড় দেখতে পাই। এ সময় পুকুরে তল্লাশি চালিয়ে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মৃত শ্রমিকের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।