কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী শনিবার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এ সময়ে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। চালু থাকবে জরুরি সেবা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, আগামী শনিবার (৩ জুন) থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। চলবে ১২ জুন পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১২ জুন অফিস খুলবে। ছুটি চলাকালীন জরুরি সেবাগুলো চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকাকালীন আবাসিক হল যথারীতি খোলা থাকবে। হলের সব সুবিধা ও জরুরি সেবা অব্যাহত থাকবে।’