Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ার মিরপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার মিরপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজেরের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন (৩০) এবং তাঁর একমাত্র ছেলে আনাজ (৬)।

স্থানীয়রা জানান, সকাল থেকে সারা-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বাথরুমে গিয়ে দুটি মরদেহ দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।

আমবাড়ীয়া ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ওই মহিলা ও তাঁর ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে মিরপুর থানার পুলিশ এসে মরদেহ দু'টি উদ্ধার করে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল জানান, সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে। দুপুর ১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল