গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ আর ৪ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।
জেলা প্রশাসনের দেওয়া হিসাব মতে, ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জন নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৩০ দশমিক ৫৩।
এদিকে ২২১ জন করোনা পজিটিভ এবং ৬৪ জন উপসর্গ নিয়ে কুষ্টিয়া করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন জানান, ২০০ বেডের বিপরীতে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৫ জন। তাঁদের মধ্যে করোনায় শনাক্ত রোগী ২২১ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আজ থেকে লকডাউন শিথিল করায় রাস্তায় মানুষের ভিড় বেড়েছে। শহর এবং গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছেন। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।