ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষকে সহযোগিতা করার জন্য খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন মানুষের কাছে হাত পেতেছেন। আজ বুধবার দুপুরে বাসস্ট্যান্ড মসজিদ ও চুকনগর ব্লাড ব্যাংকের উদ্যোগে চুকনগর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করেন।
এ সময় চেয়ারম্যান বানভাসি মানুষের পাশে থাকার জন্য সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম শাহিন, স ম মুস্তাফিজুর রহমান টিটু, অজিয়ার রহমান, মকবুল হোসেন প্রমুখ।