বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল ইমরান (২৫) পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, তুচ্ছ ঘটনায় বাক্বিতণ্ডার একপর্যায়ে ভ্যানচালক ফাহাদ ইজিবাইক চালকের পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভ্যানচালককে আটকের জন্য অভিযান শুরু করেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিতে পরে জানানো হবে।’