Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

নড়াইলের কালিয়ায় নিখোঁজের পরদিন নবগঙ্গা নদী থেকে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটের নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। যুবকটি ওই গ্রামের মো. আছির খানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদসংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দেন। পরে আর ওঠেননি তিনি। খবর পেয়ে তাঁর স্বজনেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে এক মাঝি আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘সকালে মরদেহটি পাওয়া গেছে এই খবরে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর