Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় যাত্রীবাহী ভ্যান চাপায় নিহত ১, আহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় যাত্রীবাহী ভ্যান চাপায় নিহত ১, আহত ১

খুলনার পাইকগাছায় মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ভ্যানে থাকা এক যাত্রী মারা গেছেন এবং অন্য একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের কাঁটাখালী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদার পূর্ণচন্দ্র শীল জানান, কয়রা থেকে ছেড়ে আসা মাছবাহী পিকআপ চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরের কাঁটাখালী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় মোড় ঘোরার সময় পিকআপ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এরপর সেটি সুধান কুমার হাজরা, রিপন সরদার ও তাঁর দোকান ঘরের ভেতরে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ দোকানে থাকা ফকির গাজী (৫৭) ও আব্দুল খালেক পিকআপের ধাক্কায় আহত হন। এ সময় এলাকাবাসী তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফকির গাজীকে মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে।

মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে একজন মারা যানফকির গাজী উপজেলার স্মরণ খালী ও আব্দুল খালেক দেবদুয়ার গ্রামের বাসিন্দা। 

মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে একজন মারা যানএ বিষয়ে পাইকগাছা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হয়েছে। ওই মৃত ব্যক্তির মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে