Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

জাতির পিতার মতো তোমরা দেশের সেবায় নিজেদের বিলিয়ে দেবে: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

জাতির পিতার মতো তোমরা দেশের সেবায় নিজেদের বিলিয়ে দেবে: ইবি উপাচার্য

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এসেছ তৃষ্ণা নিয়ে, বেরিয়ে যাও তৃপ্ত হয়ে, বিলিয়ে দাও নিজেকে উজাড় করে। যাঁর নামে এই হলের নাম, সেই পর্বতসম উঁচু, ত্যাগের মহান আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তোমরা দেশ, জাতি ও মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেবে।’ 

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল উপহার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘মুজিব সেনা স্মৃতিকথা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

উপাচার্য বলেন, ‘এত দিন পরিবার এবং রাষ্ট্র তোমাদের অনেক দিয়েছে। আগামীকাল থেকে শুরু তোমাদের ঋণ পরিশোধের পালা। তোমরা এমন হও যেন মানুষ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। 

এ সময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের